ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

ফের ডিপজলের চোখে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, আগস্ট ৯, ২০২১
ফের ডিপজলের চোখে অস্ত্রোপচার

দ্বিতীয়বারের মতো চোখের সমস্যায় ভুগছিলেন ঢালিউডের শক্তিমান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এ জন্য ফের তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে।

 

সোমবার (০৯ আগস্ট) সকালে ডিপজলের ডান চোখে অস্ত্রোপচার হয়েছে বলে জানান এই অভিনেতা নিজেই।  

ডিপজল বলেন, ‘আমার ডান চোখে অপারেশন করে লেন্স পরানো হয়েছে। সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ’

এই অভিনেতা জানান, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘বাংলাদেশ আই কেয়ার হসপিটাল’-এ তার চোখের অপারেশন করা হয়। এর আগে তার বাম চোখেও লেন্স পরানো হয়েছিল।  

অভিনয়ের বাইরে প্রযোজক হিসেবেও বেশ পরিচিত ডিপজল। চলতি বছর শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। ঘোষণার পর ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’র কাজ শেষ হয়েছে। শিগগিরই অন্যান্য সিনেমার কাজ শেষ করবেন এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১ 
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।