ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

বাবা হারালেন মডেল ইমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, আগস্ট ৯, ২০২১
বাবা হারালেন মডেল ইমি শাবনাজ সাদিয়া ইমি

দেশের আলোচিত র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির বাবা এ কে এম জসীমউদ্দিন মারা গেছেন। রোববার (০৮ আগস্ট) গ্রামেরবাড়ি পটুয়াখালীতে ইমির বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সোমবার (৯ আগস্ট) দুপুরে বাবার মৃত্যুর বিষয়টি ফেসবুকে জানিয়েছেন ইমি।  
তিনি লিখেছেন, ‘আমার বাবা পরোলোকে যাত্রা করেছেন। দয়া করে সবাই তার জন্য প্রার্থনা করবেন। ’

জানা যায়, ইমির বাবা এ কে এম জসীমউদ্দিন এক সময় মঞ্চ নাটকে অভিনয় করতেন। বাবার এই সংস্কৃতি প্রেমই পরবর্তীতে মেয়ে ইমিকে বই পড়া, অভিনয়ে উৎসাহিত করে। জানাজা শেষে পটুয়াখালীতেই তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে মডেলিংয়ে যাত্রা শুরু হয় ইমির। তারপর থেকেই ফ্যাশন মডেলিংয়ের নিয়মিত কাজ করে যাচ্ছেন।  
মডেলিংয়ের পাশাপাশি টিভি অনুষ্ঠানে উপস্থাপনা করে বেশ প্রশংসিত ইমি। এছাড়া নাটক ও সিনেমায়ও অভিনয় করছেন তিনি। তার অভিনীত ‘আজব কারখানা’ সিনেমার ডাবিং শেষ হয়েছে। শবনম ফেরদৌসি নির্মিত সিনেমাটিতে ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাকে।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১ 
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।