ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

মামা-ভাগ্নের চরিত্রে নিথর মাহবুব-মারজুক রাসেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, সেপ্টেম্বর ২২, ২০২০
মামা-ভাগ্নের চরিত্রে নিথর মাহবুব-মারজুক রাসেল ‘মেঘে মেঘে বেলা’ নাটকের দৃশ্যে মারজুক রাসেল, নিথর মাহবুব প্রমুখ

আব্বাস পরিবারের হাল ধরতে দীর্ঘদিন ধরে প্রবাসে জীবনযাপন করছেন। কিন্তু বিদেশে থাকতে থাকতে তার বিয়ের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে।

 

তাই সিদ্ধান্ত নেয় দেশে এসে বিয়ে করবেন। পাত্রি দেখার দায়িত্ব পড়ে ফারুখ মামার উপর। কিন্তু ঘটনা হল মামা নিজেই বিয়ে করেননি। যেখানেই পাত্রী দেখতে যাচ্ছেন মামা নিজেই ওই মেয়ের প্রেমে পড়ে যাচ্ছে। এমনকি ফারুখ মামা একসময় ছোট ভাগ্নের প্রেমিকাকেও প্রেমের প্রস্তাব দিয়ে বসে। মামার এমন উদ্ভট কাণ্ডের কথা জেনে ভাগ্নে আব্বাস নিজেই নিজের পাত্রি দেখার দায়িত্ব নেয়। ফেসবুকে মেয়ে পছন্দ করতে থাকে।  

এমনই মজার ঘটনা দেখা যাবে ‘মেঘে মেঘে বেলা’ নামের নাটকে। এতে ভাগ্নের চরিত্রে মারজুক রাসেল আর মামার চরিত্রে অভিনয় করেছেন নিথর মাহবুব।

অনুপ বালার রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস আই সোহেল।   এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- মানসী প্রকৃতি, অরিন, অবাক প্রমুখ। খুব শিগগিরই বেসরকারি একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।