ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

মা হারালেন ডন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, সেপ্টেম্বর ১৭, ২০২০
মা হারালেন ডন মায়ের সঙ্গে ডন

চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মাকে হারিয়ে শোকাতর ডন। বাংলানিউজকে বলেন, মা বয়সের কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার মরদেহ আমাদের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাচ্ছি। সবার কাছে মায়ের জন্য দোয়া চাইছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত দান করেন।

ডনের গ্রামের বাড়ি বগুড়ার সদরের কাটনারপাড়ায়। সেখান তাঁর মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

অনেক আগেই বাবাকে হারিয়েছেন ডন। তাঁর মা বসবাস করতেন আমেরিকায়। দশ ভাই বোনের মধ্যে সবার ছোট ডন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।