ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

রবীন্দ্রজয়ন্তীতে জয়ার কণ্ঠে ‘তোমার খোলা হাওয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, মে ৮, ২০২০
রবীন্দ্রজয়ন্তীতে জয়ার কণ্ঠে ‘তোমার খোলা হাওয়া’

‘ডুবসাঁতার’ সিনেমায় রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ অভিনেত্রী জয়া আহসান নিজ কণ্ঠে তুলেছিলেন। শুক্রবার (৮ মে) রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এই গানটি আবারও ভক্তদের শোনালেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

জয়া আহসান নিজের ফেসবুক পেজে ‘তোমার খোলা হাওয়া’ গানটি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, ‘ডুবসাঁতার’ সিনেমা থেকে আমার নিজ কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ আজ কবিগুরুর জন্মদিবস উপলক্ষে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন।

বহুদিন পর আবারো জয়ার কণ্ঠের রবীন্দ্রসংগীত সবার মন জুড়িয়েছে। পোস্টকৃত গানটির কমেন্টের ঘরে অনেকে প্রশংসাবাক্য লিখেছেন।

ছোটবেলা থেকে রবীন্দ্রসংগীতের তালিম নিয়েছেন জয়া আহসান। তবে অভিনয়ের পাশাপাশি গান করতে খুব একটা সময় পান না এই তারকা।

‘ডুবসাঁতার’ পরিচালক নূরুল আলম আতিকের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। প্রতিকূলতার বিরুদ্ধে এক লড়াকু নারীর নিত্যদিনের সংগ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। এর প্রধান চরিত্র রেনুর ভূমিকায় দেখা যায় জয়া আহসানকে।

***জয়ার কণ্ঠে ‘তোমার খোলা হাওয়া’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।