ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

বিনোদন

টপচার্ট

বলিউডে ‘বাঘি থ্রি’র দাপট, হলিউডে শীর্ষে ‘অনওয়ার্ড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, মার্চ ১১, ২০২০
বলিউডে ‘বাঘি থ্রি’র দাপট, হলিউডে শীর্ষে ‘অনওয়ার্ড’

চলতি সপ্তাহে হলিউডে শীর্ষে রয়েছে ‘অনওয়ার্ড’ এবং বলিউডে শীর্ষে রয়েছে টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি থ্রি’। বাংলাদেশের দর্শক-শ্রোতা শুধু বিশ্বখ্যাত সিনেমা নয়, সাড়া জাগানো গানগুলোও উপভোগ করে থাকেন। তাই শীর্ষস্থানীয় সিনেমা ও গানের টপ চার্ট নিয়ে বাংলানিউজে থাকছে সাপ্তাহিক বিশেষ আয়োজন।

হলিউড টপ চার্ট:
১। অনওয়ার্ড
২।

দ্য ইনভিজিবল ম্যান
৩। সনিক দ্য হেজহগ
৪। দ্য ওয়ে ব্যাক
৫। দ্য কল অব দ্য ওয়াইল্ড

বিলবোর্ডের শীর্ষ দশ গান: 
১। দ্য বক্স
২। লাইফ ইজ গুড
৩। ডোন্ট স্টার্ট নাউ
৪। সার্কলস
৫। স্টুপিড লাভ
৬। রোক্সেন 
৭। ব্লিন্ডিং লাইটস
৮। ড্যান্স মাঙ্কি
৯। মেমোরিস
১০। ইনটেনশনস

বলিউড টপ চার্ট: 
১। বাঘি থ্রি
২। থাপ্পড়
৩। শুভ মঙ্গল জ্যাদা সাবধান
৪। ভূত: পার্ট ওয়ান – দ্য হন্টেড শিপ
৫। মলং

বলিউডের সেরা দশ গান:
১। দাস বাহানে ২.০
২। মুকাবলা
৩। হান ম্যায় গলত
৪। পিয়ার তেনু কারদে গাবরু
৫। ইল্লেগাল ওয়েপন ২.০
৬। শায়দ
৭। ভঙ্কস
৮। মেহরামা
৯। মলং (টাইটেল ট্র্যাক)
১০। গরমি

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।