ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ আসছে নতুন বছর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৩, নভেম্বর ৪, ২০১৯
‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ আসছে নতুন বছর

আগের দুই কিস্তির সাফল্যের পর চলতি বছর দুর্গোৎসবে তৃতীয় সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। কিন্তু তখন সিনেমাটি মুক্তি পায়নি। এবার নির্মাতা জানালেন, চলতি বছরের পরিবর্তে আসছে ২০২০ সালের দুর্গোৎসবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পাবে।  

সিরিজের নতুন কিস্তিতে ক্রাচ হাতে জঙ্গলে জঙ্গলে রহস্যের অনুসন্ধান করতে দেখা যাবে রাজা রায় চৌধুরী রূপে প্রসেনজিতকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’কে উপজীব্য করে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ নির্মিত হচ্ছে।

এতে সন্তু চরিত্রে আরিয়ান ও একেনবাবু রূপে অনির্বাণ চক্রবর্তীকে হাজির হবেন।

সিরিজের প্রথম সিনেমা ‘মিশর রহস্য’ মুক্তি পায় ২০১৩ সালে। মরুরাজ্যের নানা ঘটনা তুলে ধরা হয় এতে। এরপর ২০১৭ সালে বরফের দেশে নির্মিত হয় ‘ইয়েতি অভিযান’। দুইটি সিনেমাই বেশ সাড়া ফেলে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০৪১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।