ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

এই নির্বাচন কখনোই আমূল পরিবর্তন আনবে না: শাকিব খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, অক্টোবর ২৫, ২০১৯
এই নির্বাচন কখনোই আমূল পরিবর্তন আনবে না: শাকিব খান

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলো। শুক্রবার (২৫ অক্টোবর) ভোটগ্রহণের শেষ মুহূর্তে ভোট দিতে আসেন চিত্রনায়ক শাকিব খান। তিনি বলেন, এই নির্বাচন যেন জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ঢালিউডে শীর্ষস্থানীয় অভিনেতা শাকিব খান। তিনি একটু হতাশার সুরে বলেন, ‘নির্বাচনে উৎসব উৎসব ভাব হয়।

কিন্তু গত দু’বার, বিশেষ করে এবার প্রশাসনের এত চাপ, এত লোক দেখে আসলে মনে হচ্ছে না উৎসবের ভাব আছে। এটা যেন জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে। ’ 

‘এরমধ্যে শুনলাম সোহেল রানা ভাই এবং বেশকিছু সিনিয়র শিল্পীর গাড়ি আটকানো হয়েছে। তাদের সাথে কে আসছে, না আসছে কোশ্চেন করা হচ্ছে। আরে ভাই এটা আমার ঘর। এখানে আমাকে আসতে এত বাধা দিতে হবে?’ যোগ করেন তিনি।  

আরও পড়ুন: ভোটকেন্দ্রের ভেতর সিসিটিভি, ভোটারদের সামনে মনিটর

শাকিব আরও বলেন, ‘একটা কথা বলে রাখি, এই নির্বাচন কখনোই আমূল পরিবর্তন আনবে না। কিন্তু কেউ কেউ এই নির্বাচন করে কাজ করুক বা অকাজ করুক, তারা মূলত দেশে আলোচনায় আসতে বা পরিচিতি পেতে চায়, নেতা হতে চায়। কিন্তু মাথায় রাখতে হবে, এ নির্বাচন দিয়ে চলচ্চিত্রের আমূল পরিবর্তন হবে না। ’

আরও পড়ুন: শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।