ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

রেকর্ড গড়েছে ‘সাই রা নরসিংহ রেড্ডি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, অক্টোবর ৪, ২০১৯
রেকর্ড গড়েছে ‘সাই রা নরসিংহ রেড্ডি’

এ বছরের অন্যতম বহুল আলোচিত সিনেমা ‘সাই রা নরসিংহ রেড্ডি’ আশানুরূপ দারুণ সাড়া ফেলেছে। ২ অক্টোবর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ৮৫ কোটি রুপির বেশি। 

‘সাই রা নরসিংহ রেড্ডি’ সিনেমাটির প্রযোজক সংস্থার প্রতিনিধি অখিল চেরি টুইটারে জানান, সিনেমাটি বিশ্বব্যাপি প্রথম দিনেই আয় করেছে ৮৫ কোটি রুপির বেশি। এটি তেলেগু সিনেমার ইতিহাসে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ প্রথম দিনের আয়।

বিশ্বব্যাপি সর্বোচ্চ প্রথম দিনের আয়ের হিসেবে তৃতীয় তেলুগু সিনেমা। সর্বকালের পঞ্চম সর্বোচ্চ প্রারম্ভিক আয়ের দক্ষিণ ভারতীয় সিনেমা। এককথায় ভারতীয় সিনেমাজগতে সিনেমাটি ঐতিহাসিক ব্লকবাস্টার।

আরও পড়ুন: ‘সাই রা নরসিংহ রেড্ডি’কে স্মরণ করবে অন্ধ্র প্রদেশ

সিনেমাটি শুধু অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানাতেই প্রথম দিনে ৩২ কোটি রুপি আয় করেছে। তামিল নাড়ুতেও সিনেমাটি অভূতপূর্ব সাড়া ফেলেছে। ইতিবাচক মৌখিক প্রচারের সুবাদেই সিনেমাটি দেখতে বিপুল সংখ্যক দর্শক প্রেক্ষাগৃহে যাচ্ছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

আরও পড়ুন: অমিতাভ বচ্চনের উপদেশ শোনেন না চিরঞ্জীবী

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।