ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

রণবীরের বিলাসবহুল ল্যাম্বরগিনির দাম কত?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, অক্টোবর ৪, ২০১৯
রণবীরের বিলাসবহুল ল্যাম্বরগিনির দাম কত?

নতুন গাড়ি কিনেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে এটা সাধারণ কোনো গাড়ি নয়। এটি বিশ্বের প্রথম সুপার স্পোর্ট ইউটিলিটি ভেইকল ল্যাম্বরগিনি উরুস। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছে।

লাল রঙের গাড়িটি নিজেই চালিয়ে মুম্বাইয়ের রাস্তা চষে বেড়াচ্ছেন রণবীর। যা অনেকের নজর কেড়েছে।

এটি কিনতে ‘পদ্মাবত’ তারকাকে গুণতে হয়েছে প্রায় ৩ কোটি ৫৭ লাখ টাকা।

জানা যায়, নিবন্ধন পাওয়ার আগেই গাড়িটি নিয়ে রাস্তায় বেরিয়েছেন রণবীর। ধরা পড়েছেন ক্যামেরায়। তখন গাড়ির রঙের সঙ্গে মিলিয়ে মাথায় পড়েছেন লাল ভেলভেটের টুপি।  

নতুন গাড়িটি নিজেই চালাচ্ছেন রণবীর

এদিকে, বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রণবীরকে নির্মাতা সঞ্জয়লীলা বানসালির অফিসে দেখা গেছে। গুঞ্জন রয়েছে, এই পরিচালকের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তারা এর আগে একসঙ্গে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’র মতো ব্লকবাস্টার সিনেমায় করেছেন। তবে নতুন সিনেমার এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

রণবীরকে সর্বশেষ ‘গালি বয়’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট। সিনেমাটি ভারত থেকে অস্কারে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।