ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

জন্মদিনে রণবীরের বাড়িতে তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, সেপ্টেম্বর ২৮, ২০১৯
জন্মদিনে রণবীরের বাড়িতে তারকারা

৩৭ বছর পার করলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার জন্মদিনে কাপুর পরিবার যেন তারকা সমাবেশে ঝলমলে হয়ে ওঠে। এদিন ‘সঞ্জু’খ্যাত অভিনেতাকে শুভেচ্ছা জানাতে আসেন শাহরুখ খান ও গৌরী খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আমির খান, আদিত্য রায় কাপুর, করণ জোহর, অর্জুন কাপুর, মালাইকা অরোরা এবং আরও অনেকে।

রণবীরের বাবা ঋষি কাপুর সম্প্রতি ক্যান্সারের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন। স্ত্রী নীতু সিং কাপুরকে সঙ্গে নিয়ে ছেলের জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছেন তিনি।

 

ছেলেকে আশীর্বাদ করতে এসেছেন ঋষি কাপুর ও নীতু কাপুর

অন্যদিকে রণবীরের জন্মদিনকে সবচেয়ে বেশি বিশেষত্ব দিয়েছেন তার অঘোষিত প্রেমিকা ও অভিনেত্রী আলিয়া ভাট। যদিও তাকে ‘সঞ্জু’ তারকার বাড়িতে দেখা যায়নি, তবুও বার্থডে বয় রণবীরের সঙ্গে তার ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের ফ্যানপেজগুলোর মাধ্যমে।  

চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু, সুর-সংগীত আয়োজক প্রীতম এবং জোয়া আখতারও রণবীরের বাড়িতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকা এবং অসংখ্য ভক্ত শুভেচ্ছা সিক্ত করেছেন রণবীরকে।  

রণবীরকে শুভেচ্ছা জানাতে আসেন দীপিকা পাড়ুকোন, শাহরুখ ও গৌরী খান

বলিউড তারকা রণবীরের জন্ম হয় ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মধ্য দিয়ে তিনি বলিউড দুনিয়ায় পদচারণা শুরু করেন। এ পর্যন্ত যে সকল সিনেমা তিনি উপহার দিয়েছেন তার মধ্যে আজব প্রেম কি গজব কাহানি, বরফি, রাজনীতি, আনজানা আনজানি, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, বেশরম, বোম্বে ভেলভেট, তামাশা, এই দিল হ্যায় মুশকিল, সঞ্জু ইত্যাদি অন্যতম। এখন পর্যন্ত তিনি ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেছেন।

রণবীর কাপুরের আগামী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘শমশের’।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।