ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে একই দিনে হলিউডের তিন সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, মে ২৩, ২০১৯
স্টার সিনেপ্লেক্সে একই দিনে হলিউডের তিন সিনেমা ‘জন উইক: চ্যাপ্টার ৩’, ‘ব্রাইটবার্ন’ এবং ‘আলাদীন’র পোস্টার

সাধারণত একটি করে সিনেমা মুক্তি পেতে দেখা গেলেও এবার একই দিনে একসঙ্গে তিনটি হলিউডের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। শুক্রবার (২৪ মে) ‘জন উইক: চ্যাপ্টার ৩’, ‘ব্রাইটবার্ন’ এবং ‘আলাদীন’ মাল্টিপ্লেক্সটিতে মুক্তি পাবে।

জন উইক সিরিজের তৃতীয় কিস্তি ‘জন উইক: চ্যাপ্টার ৩’ পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিয়ানু রিভস।

আরও অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো একঝাঁক অভিনয়শিল্পী।  

ভৌতিক গল্পের ‘ব্রাইটবার্ন’র পরিচালক জেমস গুণ। এতে অভিনয় করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস, ডেভিড ডেনম্যান, ম্যাট জোন্স প্রমুখ। এছাড়া আবারও হলিউডের রুপালি পর্দা কাঁপাতে আসছে ডিজনির সিনেমা ‘আলাদীন’। ১৯৯২ সালে সর্বপ্রথম বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলো ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘আলাদীন’। এবার সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে আনতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়াল্ট ডিজনি পিকচার্স’।  

আলাদীনের নতুন এ সংস্করণটি পরিচালনা করেছেন 'শালর্ক হোম'সখ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি। ছবিটির সবচেয়ে বড় চমক, এতে আলাদীনের দৈত্যরূপে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে। উইল স্মিথ ছাড়াও আলাদীনের ভূমিকায় দেখা যাবে কানাডীয় অভিনেতা মেনা মাসুদকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, নাওমি স্কট, মারওয়ান কেনজারি, নাসিম পেদ্রাদ, বিলি ম্যাগনুসেনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।