ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

ছোট পর্দায় ‘অভাগিনী মা’ চম্পা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, মে ২২, ২০১৯
ছোট পর্দায় ‘অভাগিনী মা’ চম্পা চিত্রনায়িকা চম্পা

রিনি ও নীল দুই বন্ধু। তাদের বসবাস শহরে। মর্জিনা (চম্পা) নামের এক মহিলাকে খুঁজছেন তারা। এজন্য শহর থেকে প্রথমবার তাদের গ্রামে যাওয়া।

কিন্তু কেন এই মহিলাকে খুঁজছে তারা? রিনি জানলেও নীল এর কিছুই জানেন না। নীলের কোন প্রশ্নের জবাবও দেয় না রিনি।

সে শুধু নীলকে বলেন, সে যা যা বলতে এবং করতে বলে যেন সেটাই করে। অনেক খুঁজে অবশেষে মর্জিনার সন্ধান পায় তারা। এর পর কী হবে তা জানা যাবে বিশেষ টেলিফিল্ম ‘অভাগিনী মা’তে। ‘অভাগিনী মা’র একটি দৃশ্যে চম্পা ও ফারিয়া মানস পালের গল্পে টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা। তাকে একজন দুঃখী মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এর অন্যান্য চরিত্রে রয়েছেন শবনম ফারিয়া, জীবন রায়, বাবু, সোহেলী, বৃষ্টি প্রমুখ।

শুক্রবার (২৪ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে ‘অভাগিনী মা’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।