ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

দুই বছর পর নতুন সিনেমায় কায়েস আরজু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, মে ১৩, ২০১৯
দুই বছর পর নতুন সিনেমায় কায়েস আরজু কায়েস আরজু

গত ফেব্রুয়ারিতে শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার মধ্য দিয়ে শেষবার বড় পর্দায় হাজির হন চিত্রনায়ক কায়েস আরজু। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি।

সম্প্রতি ‘আগুনে পোড়া কান্না’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন কায়েস আরজু। নবাগত নির্মাতা মেহদি হাসান ঈশা পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত চিত্রনায়িকা আরোহী।

আরজু নিজেই বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’খ্যাত অভিনেতা বলেন, ‘দুই বছর পর নতুন কোনও সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। আসলে অনেক সিনেমার প্রস্তাব আসে, কিন্তু মনের মতো স্ক্রিপ্ট না পাওয়ায় নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে এতদিন সময় লেগে গেলো। ’

‘আগুনে পোড়া কান্না’ প্রেম, বিরহ ও পারিবারিক গল্পের সিনেমা। এর স্ক্রিপ্ট আমার অনেক ভালো লেগেছে, আশা করছি দর্শকের ভালো লাগবে’, যোগ করেন তিনি।

জানা যায়, আগামী ১৫ মে থেকে গাজীপুরের পূবাইলে সিনেমাটির শুটিং শুরু হবে। টানা ১৫দিন শুটিং শেষে ইউনিট যাবে রাজশাহীতে। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পি জি মোস্তফার।

২০০৭ সালে হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়’ সিনেমার মধ্য দিয়ে কায়েস আরজুর বড় পর্দায় অভিষেক ঘটে।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মে ১৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।