ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

ফারহান-ইভানার ‘এখন তুমি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, মে ১৩, ২০১৯
ফারহান-ইভানার ‘এখন তুমি’ পারসা ইভানা ও মুশফিক আর ফারহান

নতুন একটি মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন অভিনেত্রী পারসা ইভানা ও অভিনেতা মুশফিক আর ফারহান। সম্প্রতি রাজধানীর উত্তরায় ‘এখন তুমি’ শিরোনামের মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে।

গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন।

কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ন্যানসি ও ইভান শেখ। গানের কথার সঙ্গে মিল রেখে গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন রাফসান সানি।

এ প্রসঙ্গে পারসা ইভানা বলেন, ‘এখন তুমি’ গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর যে গল্পে কাজটি করেছি সেটি খুব চমৎকার। এখানে আমাকে একসঙ্গে নায়িকা ও ভিলেন চরিত্রে দেখা যাবে। একটু অন্যরকম চরিত্রে কাজটি করতে পেরে ভাল লেগেছে।

গায়ক ইভান শেখ বলেন, গানটি একটু স্যাড ঘরানার। তবে এটি রোমান্টিক আদলে একটু অন্যরকম স্বাদ নিয়ে তৈরি করেছি। এটি নিয়ে আমি খুবই আশাবাদী। এই গান ও ভিডিওর সঙ্গে জড়িত সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়ে কাজ করেছেন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘ই সিরিজ’র ব্যানারে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।