ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে মিলনের পরিচালনায় ধারাবাহিক ‘আব্বা উকিল ডাকবো?’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৭, মে ১০, ২০১৯
ঈদে মিলনের পরিচালনায় ধারাবাহিক ‘আব্বা উকিল ডাকবো?’ ‘আব্বা উকিল ডাকবো?’র একটি দৃশ্যে মিলন ও মম

অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে নাটক পরিচালনা করেন অনিসুর রহমান মিলন। এবার ঈদ উপলক্ষে সাত পর্বের একটি বিশেষ ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি। ‘আব্বা উকিল ডাকবো?’ নামের নাটকটির এরই মধ্যে শুটিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বাংলানিউজকে বলেন, ‘অভিনয় নিয়ে এতো ব্যস্ত থাকতে হয় যার কারণে পরিচালনার সুযোগ খুব কম হয়। তবে ‘আব্বা উকিল ডাকবো?’র গল্পটা এতো মজার যে কাজ না করে পারলাম না।

এটা হাসির নাটক, কিন্তু এতে কোনো ভাঁড়ামি করা হয়নি। প্রতিটি সিকোয়েন্স থেকে শুরু করে ডায়লগ দর্শকের কাছে স্বাভাবিকই মনে হবে। ’   

নাটকটি লিখেছেন বিপ্লব হায়দার। পরিচালনার পাশাপাশি এতে মিলন অভিনয়ও করেছেন। আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আমিরুল হক, ফারুক আহমেদ, আ খ ম হাসান, নাজিরা আহমেদ মৌ, শবনম পারভিন প্রমুখ।

ঈদের দিন থেকে টানা সাতদিন এশিয়ান টিভির পর্দায় ‘আব্বা উকিল ডাকবো?’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মে ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।