ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

‘শীতল পাটি’ নিয়ে হাজির শাকিব-ববি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, মে ৯, ২০১৯
‘শীতল পাটি’ নিয়ে হাজির শাকিব-ববি শাকিব খান ও ইয়ামিন হক ববি

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও ইয়ামিন হক ববি জুটির ‘নোলক’। সিনেমাটির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (০৯ মে) প্রকাশ পেলো গ্রামীণ আবহে নির্মিত গান ‘শীতল পাটি’। ববস্টার ফিল্মিসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘নোলক’র এটিই প্রথম ভিডিও গান।

‘শীতল পাটির পাতা হাসে, হাসে মাটির হাঁড়ি/আমন ধানের মাড়াই হাসে, হাসে তাঁতের শাড়ী’-গ্রাম বাংলার ঐতিহ্যকে উপজীব্য করে এমন কথার গানটি লিখেছেন ফেরারী ফরহাদ। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।

কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।

‘শীতল পাটি’ গানটি প্রকাশের পর শাকিব-ববি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানের সঙ্গে দু’জনের নাচের প্রশংসা করছে সবাই।

শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু, কলকাতার রজতাভ দত্ত প্রমুখ।

এদিকে সিনেমাটির পরিচালনার দাবি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় প্রযোজক সাকিব সনেট ও রাশেদ রাহার মধ্যে। তবে শেষ পর্যন্ত এটি প্রেক্ষাগৃহে আসছে প্রযোজক সাকিব সনেটের নামেই। পরিচালক ও প্রযোজক হিসেবে তার নামেই সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

**‘শীতল পাটি’ গান

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।