ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

স্বামীর সঙ্গে সালমার লন্ডনযাত্রা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৫, এপ্রিল ২৯, ২০১৯
স্বামীর সঙ্গে সালমার লন্ডনযাত্রা  সালমা-সাগর

অনির্দিষ্ট সময়ের জন্য স্বামীর সঙ্গে লন্ডনে যাচ্ছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সোমবার (২৯ এপ্রিল) রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবে সালমা-সাগর দম্পতি।

এ প্রসঙ্গে সালমা বাংলানিউজকে বলেন, চলতি মাসের শুরুর দিকে দেশে আসে সাগর। ২০ দিন হয়ে গেছে তার দেশে আসার।

সে দেশের আসার পর লন্ডনে যাওয়া বিষয়টি ঠিক করি। ঈদের আগে আর দেশে আসছি না। এ সময়টাতে লন্ডনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবো। তবে রোজার মধ্যে খুব একটা সম্ভব হবে না। এ সময়টাতে ইবাদত করতে হবে।

সালমা আরও বলেন, কোনো গানের কাজে যাচ্ছি না। তবে সেখানে গিয়ে যদি ভালো কোনো আয়োজনের প্রস্তাব পাই তাহলে গান করতেও পারি। তবে সেটা অবশ্যই ঈদ আয়োজনে। কবে ফিরবো এখনই ঠিক বলতে পারছি না। ঈদের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। বিয়ের পরে স্বামীর সঙ্গে এটিই আমার প্রথম লন্ডনযাত্রা।

গত ৩১ ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সালমা ও সাগর দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
ওএফবি  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।