ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

চীনে প্রশংসিত ভিকির সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৯, এপ্রিল ২৯, ২০১৯
চীনে প্রশংসিত ভিকির সিনেমা ভিকি কৌশল

বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত ‘লাভ পার স্কোয়ার ফিট’ সিনেমাটি ‘বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯’ এ বেশ প্রশংসিত হয়েছে।

গেলো ১৩ থেকে ২০ এপ্রিল অবধি উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। সেখানে নিজের সিনেমার ভালো প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত ভিকি।

এ প্রসঙ্গে ভিকি বলেন, চীনে ভারতীয় সিনেমার কদর বাড়ছে এটি আনন্দের। আর এ সিনেমার গল্প সত্যিই অন্যরকম। যে কোনো দেশের মানুষের কাছে এর গল্প চিরচেনা বাস্তবসম্মত মনে হবে। মূলত গল্পই এ সিনেমার সাফল্যের মূল কারণ।

আনন্দ তেওয়ারি বলেন, যে কোনো শহরের যুবক-যুবতীদের সমস্যা এতে তুলে ধরা হয়েছে। এই সিনেমা বেইজিং চলচ্চিত্র উৎসবে মানুষের যে ভালোবাসা পেয়েছে তা আগামী দিনে আমাদের উৎসাহ যোগাবে।

ওয়েব প্লাটফর্ম- এ প্রথম মুক্তি পায় আনন্দ তেওয়ারি পরিচালতি ‘লাভ পার স্কোয়ার ফিট’। ভিকি ছাড়াও এতে অভিনয় করেছেন- অঙ্গিরা ধর, রত্না পাঠক, সুপ্রিয়া পাঠক প্রমুখ।

ভিকি কৌশল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাটির মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হন। ২০১৬ সালে উরিতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকের উপর ভিত্তি করে নির্মিত হয় সিনেমাটি। ২০১৯ সালে বলিউডে এটিই প্রথম ব্লকবাস্টার সিনেমা।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
ওএফবি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।