ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

রুবেলের সঙ্গে বিজ্ঞাপনের মডেল বুলবুল বিশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২১, এপ্রিল ২৬, ২০১৯
রুবেলের সঙ্গে বিজ্ঞাপনের মডেল বুলবুল বিশ্বাস বুলবুল বিশ্বাসের সঙ্গে রুবেল হোসেন

প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল হলেন চলচ্চিত্র পরিচালক ও চিকিৎসক বুলবুল বিশ্বাস। একটি নামী চেইন ফার্মেসির ওভিসিতে কাজ করেছেন তিনি। একই বিজ্ঞাপনে তার সঙ্গে মডেল হয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

বুধবার (২৫ এপ্রিল) রাজধানীতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। নির্দেশনা দিয়েছেন মাহমুদ জামি।

খুব শিগগিরই এটি অনলাইনে প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে বুলবুল বিশ্বাস বাংলানিউজকে বলেন, আমি ক্যামেরার পেছনের মানুষ। প্রথমবার কোনও বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করলাম। বিজ্ঞাপনটিতে নির্মাতা ও চিকিৎসক বুলবুল বিশ্বাসকেই দেখানো হবে। তাই এতে কাজ করতে রাজি হয়েছি।

২০১৭ সালে ‘রাজনীতি’র মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে বুলবুল বিশ্বাসের অভিষেক ঘটে। চলচ্চিত্রটিতে জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও অপু বিশ্বাস। প্রথম চলচ্চিত্র দিয়েই এই নির্মাতা বেশ প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।