ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

বিনোদন

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন অর্জুন রামপাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, এপ্রিল ২৪, ২০১৯
তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন অর্জুন রামপাল অর্জুন রামপাল

অর্জুন রামপালের আফ্রিকান প্রেমিকা মডেল-অভিনেত্রী গাব্রিয়েলা মা হতে চলেছেন। তার মা হওয়ার মাধ্যমে তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন অর্জুন।

বাবা হওয়ার খবরটা প্রকাশ্যে এনেছেন অর্জুন নিজেই। ইনস্টাগ্রামে গাব্রিয়েলার গর্ভাবস্থার একটি ছবি শেয়ার করেছেন অর্জুন।

ছবিটি ভক্ত-অনুরাগীদের বেশ নজর কাড়ছে। ছরিব ক্যাপশনে বান্ধবীকে আবেগী বার্তায় ভালোবাসা জানিয়েছেন অর্জুন। অর্জুনের শেয়ার করা ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গাব্রিয়েলাও।

অর্জুন রামপাল-গাব্রিয়েলা২০১৪ সালে গাব্রিয়েলা ‘সোনালি কেবল’ নামের একটি সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর ‘উপরি’ নামের তেলেগু সিনেমায় ছোট্র একটি চরিত্রে অভিনয় করেন তিনি।

এদিকে ২০১৮ সালে মেহের জেসিয়ার সঙ্গে ২০ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন অর্জুন। তাদের ঘরে মাহিকা ও মাইরা নামে দুটি সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
ওএফবি 
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।