সে মতেই ১ ফেব্রুয়ারি মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার একটি কনভেনশন সেন্টারে হতে যাচ্ছে ‘দেবী’খ্যাত এই অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান। এর আগে শনিবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানী গুলশানের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হলো শবনম ফারিয়ার বিয়ের হলুদ।

পালকীতে বসে গানের তালে নাচতে নাচতে হলুদের অনুষ্ঠানে প্রবেশ করেন ফারিয়া। অতিথিদের সঙ্গে মঞ্চেও ফারিয়াকে শরীর দোলাতে দেখা যায়। বর অপু আসেন হলুদ রঙের ভেসপায় চড়ে। হারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপুর সঙ্গে ফারিয়ার পরিচয় হয়।
শবনম ফারিয়া দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করছেন। গত বছর ‘দেবী’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতেই সকলের প্রশংসা পেয়েছে তিনি।
**ফারিয়ার হলুদ অনুষ্ঠানের ভিডিও
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
জেআইএম