ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে নেহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৫, আগস্ট ২৫, ২০১৮
বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে নেহা নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদী

গত ৮ মে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনম কাপুর। এর দু’দিন পরই আঙ্গাদ বেদীর সঙ্গে নিজের বিয়ের খবর দিয়ে সকলকে চমকে দেন অভিনেত্রী নেহা ধুপিয়া।

নেহা-অঙ্গাদের বিয়ের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো- নেহা নাকি অন্ত:সত্ত্বা আর এ কারণেই তারা দ্রুত বিয়ের কাজটি সম্পন্ন করে ফেলেছিলেন। যদিও এ বিষয়টিকে বারবার গুঞ্জন ও মিথ্যা বলে দাবি করছিলেন এই নব-দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা।

নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদীঅবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বেবি বাম্প নিয়ে প্রকাশে এসেছেন নেহা ধুপিয়া। শুক্রবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যশ ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন বলিউডের এই অভিনেত্রী। যেখানে তার বেবি বাম্প দেখা যাচ্ছে। এর মধ্য দিয়ে মা হওয়া আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।

নেহার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির সকলে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।