ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

সাবেক স্ত্রীর আয়োজিত ঈদ পার্টিতে ঋত্বিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, আগস্ট ২৩, ২০১৮
সাবেক স্ত্রীর আয়োজিত ঈদ পার্টিতে ঋত্বিক সুজানা খান ও ঋত্বিক রোশন

চার বছর মন দেওয়া-নেওয়ার পর ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঋত্বিক রোশন ও সুজানা খান। কিন্তু ১৩তম বিবাহ বার্ষিকীর ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ ২০১৩ সালের ১৩ ডিসেম্বর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। তবে কাগজে-কলমে তাদের বিচ্ছেদ হয় ২০১৪ সালে।

বিচ্ছেদ হয়ে গেলেও একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চান না সাবেক এই দম্পতি। যখনই সুযোগ পান দুই ছেলেকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন।

বুধবার (২২ আগস্ট) ঈদুল আজহা উপলক্ষে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন সুজানা খান। যেখানে উপস্থিত ছিলেন- দিয়া মির্জা-সাহিল সংঘ দম্পতি, কিম শর্মা, জ্যাকি ভাগনানি এবং টেলিভিশন তারকা কারিশমা তান্নাসহ প্রমুখ।

চমকপ্রদ তথ্য হলো- সাবেক স্ত্রীর আয়োজিত ঈদ পার্টিতে দেখা গেছে ঋত্বিক রোশনকেও। কালো রঙা পাঞ্জাবি পরে পার্টিতে হাজির হয়েছিলেন ডুগ্গু (ঋত্বিকের ডাকনাম)। আর সে ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।