ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

‘দঙ্গল’ কন্যাদের নিয়ে কাটলো আমিরের ঈদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২২, আগস্ট ২৩, ২০১৮
‘দঙ্গল’ কন্যাদের নিয়ে কাটলো আমিরের ঈদ ফাতেমা সানা শেখ, আমির খান, সানিয়া মালহোত্রা ও কিরণ রাও

ফাতেমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। বলিউডের নবাগত দুই অভিনেত্রী। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন তারা। ছবিটিতে সুপারস্টার আমির খানের মেয়ের চরিত্রে দেখা গেছে দু’জনকে।

বুধবার (২২ আগস্ট) ছিলো পবিত্র ঈদুল আজহা। বিশেষ এই দিনটি মা জিনাত হোসেন, পরিচালক নীতেশ তিওয়ারি ও পর্দার দুই কন্যাকে নিয়ে উদযাপন করেছেন মিস্টার পারফেকশনিস্ট।

সানিয়া মালহোত্রা, কিরণ রাও ও ফাতেমা সানা শেখএরইমধ্যে আমির খান ও কিরণ রাও দম্পতির সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানিয়া মালহোত্রা। রীতিমতো ভাইরাল হয়ে গেছে সেগুলো।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।