ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

অক্ষয়ের শুটিং সেটে বিস্ফোরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, এপ্রিল ২৪, ২০১৮
অক্ষয়ের শুটিং সেটে বিস্ফোরণ অক্ষয়ের শুটিং সেটে বিস্ফোরণ

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত ‘কেসারি’ ছবির শুটিং সেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে আগুন লেগে শুটিংয়ের পুরো সেট পুড়ে যায়।

তবে এতে  কেউ হতাহত হয়নি।

জানা যায়, ভারতের মহারাষ্ট্রের ওয়াইতে ‘কেসারি’ ছবির শেষ দিকের শুটিং চলছিলো। যুদ্ধের সিকোয়েন্সের শুটিং চলাকালীন অবস্থায় সেখানে হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়।

তবে আগুন লাগার আগেই শুটিং শেষ করে ওই স্থান ত্যাগ করেন অক্ষয় কুমার। তাছাড়া অবসর সময় কাটাতে পরিনীতি চোপড়া অস্ট্রেলিয়ায় থাকায় তিনিও সেখানে উপস্থিত ছিলেন না। এর ফলে দুজনেই বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন।

ছবিটির শুটিং শেষ করতে আগামী দশ দিনের মধ্যে পুনরায় সেট তৈরি করতে হবে নির্মাতা প্রতিষ্ঠানকে।

অনুরাগ সিং পরিচালিত ‘কেসারি’ যৌথভাবে প্রযোজনা করছেন অক্ষয় কুমার ও করণ জোহর। ১৮৯৭ সালে সারগড়ীর যুদ্ধ এর প্রেক্ষাপটে ছবিটি তৈরি হচ্ছে।

২০১৯ সালের হোলি উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।