ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

১৩ বছর পর ‌একসঙ্গে ‘ছুপা রুস্তম’ জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৪, এপ্রিল ১৮, ২০১৮
১৩ বছর পর ‌একসঙ্গে ‘ছুপা রুস্তম’ জুটি ১৩ বছর পর ‌একসঙ্গে `ছুপা রুস্তম' জুটি

বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর। ১৯৯৫ সালে `প্রেম' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় তার। এরপর ‘রাজা’, ‘সিরফ তুম’, ‘মোহাব্বাত’, ‘কোই মেরে দিল সে পুছে’, ‘শানদার’-এর মতো ছবিগুলো ভক্তদের উপহার দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে ছিলেন বলিউডের এই অভিনেতা। পরে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুবারাকা’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আবার রূপালি পর্দায় ফেরেন তিনি।

এরপর টেলিভিশন সিরিয়াল ‘দিল সামহাল জা জারা’তে অভিনয় করতে দেখা যায় তাকে।  

এবার জোয়া আখতার, করণ জোহর ও অনুরাগ কাশ্যপ পরিচালিত একটি ওয়েব সিরিজের কাজ হাতে নিয়েছেন সঞ্জয়। এর নাম ‌‘লাস্ট স্টোরিস’। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাকে। এর মধ্য দিয়ে ১৩ বছর পর একসঙ্গে কাজ করবেন এই জুটি। সবশেষ ২০০৫ সালে ‘ছুপা রুস্তম’ ছবিতে দেখা গেছে তাদের।

ওয়েব সিরিজটিতে এই জুটিকে কোন চরিত্রে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। তবে ত্রিকোণ প্রেমের গল্প তুলে ধরা হবে এতে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।