ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

বিনোদন

সিনেপ্লেক্সে এক দিনে মুক্তি পাচ্ছে তিন ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, মার্চ ২৯, ২০১৮
সিনেপ্লেক্সে এক দিনে মুক্তি পাচ্ছে তিন ছবি ছবি: সংগৃহীত

স্টার সিনেপ্লেক্সে এক দিনে মুক্তি পাচ্ছে হলিউডের তিন ছবি। শুক্রবার (৩০ মার্চ) একসঙ্গে মুক্তি দেওয়া হবে ছবিগুলো।

এর মধ্যে রয়েছে স্টিভেন স্পিলবার্গের নতুন সায়েন্স ফিকশন ছবি ‘রেডি প্লেয়ার ওয়ান’, আর্নেস্ট ক্লাইনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টাই শেরিডান। এছাড়া আরও রয়েছেন অলিভিয়া কুক, সায়মন পেগ প্রমুখ।

অন্যদিকে, ১৫ বছরের বিরতি শেষে জনপ্রিয় গেম সিরিজ ‘টুম্ব রাইডার’ অবলম্বনে নির্মিত নতুন ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে গত ১৬ মার্চ। মুক্তির পরপরই দর্শকদের দারুণ সাড়া অর্জন করা ছবিটি এরই মধ্যে আয় করেছে ২০০ মিলিয়ন ডলারের বেশি।

রোর উথাগ পরিচালিত এ ছবিতে অ্যালিসিয়া ছাড়াও আরও রয়েছেন ডমিনিক ওয়েস্ট, ওয়ালটন গগিনস, ড্যানিয়েল উ, নিক ফ্রস্ট ও ক্রিস্টিন স্কট টমাসহ প্রমুখ।

এ ছাড়া ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে এবার সেরা ছবির অস্কার পাওয়া ‘দ্য শেপ অব ওয়াটার’ বাংলাদেশের দর্শকদের বড় পর্দায় দেখার সুযোগ করে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। অস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন পায় এ ছবি। পুরস্কার জিতেছে সেরা ছবি, সেরা পরিচালক, অরিজিন্যাল স্কোর ও প্রোডাকশন ডিজাইন বিভাগে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।