ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

জীবনানন্দকে নিয়ে ছবি, বনলতা সেন হবেন জয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, অক্টোবর ২৮, ২০১৭
জীবনানন্দকে নিয়ে ছবি, বনলতা সেন হবেন জয়া! জয়া আহসান, ছবি: সংগৃহীত

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। কালজয়ী এই কবির ওপর লেখা হয়েছে অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ। এবার বড়পর্দায় তুলে আনা হচ্ছে জীবনানন্দকে।

কলকাতায় কবির জীবনী নিয়ে শুটিং শুরু হয়েছে ‘ঝরা পালক’-এর। এতে জীবনানন্দ দাশের তরুণ ও মাঝ বয়সের দুটি চরিত্রে দেখা যাবে যথাক্রমে রাহুল ও ব্রাত্য বসুকে।

কবির ছোট ভাইয়ের ভূমিকায় আছেন বাংলাদেশের আমান রেজা। আর জীবনানন্দের বিখ্যাত সৃষ্টি বনলতা সেনের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।  

‘ঝরা পালক’ তৈরি করছেন সায়ন্তন মুখার্জি। এর আগে তিনি ‘অদ্ভুত’ নামে একটি ছবি বানিয়েছিলেন। ‘ঝরা পালক’ প্রযোজনা করছেন পাওয়ান কানরিয়া।

এদিকে ছবিটিতে অন্য চরিত্রের শিল্পীরা চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করলেও জয়ার বিষয়টি চূড়ান্ত নয়। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেননি দুই বাংলার ব্যস্ত এই নায়িকা। তবে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জয়ার অভিনয়ের সম্ভাবনার কথা জানিয়েছে। তারা বলছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী এর মধ্যে মৌখিকভাবে কাজ করবেন বলে কথাও দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।