ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

এক ফ্রেমে বচ্চন পরিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৭, অক্টোবর ১৭, ২০১৭
এক ফ্রেমে বচ্চন পরিবার ছবি: সংগৃহীত

গত সপ্তাহে মালদ্বীপ গিয়ে ৭৫তম জন্মদিনের কেক কেটেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। যেখানে তার সঙ্গে ছিলেন স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন, মেয়ে শ্বেতা নন্দা, নাতনী নভ্য নাভেলী নন্দা ও আরাধ্য বচ্চন।

এরই মধ্যে জন্মদিন পালনের বেশ কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেক বচ্চন। সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আরও একটি ছবি।

যেখানে দেখা যাচ্ছে, একফ্রেমে পুরো বচ্চন পরিবার। এরই মধ্যে ভাইরাল হয়ে উঠেছে ছবিটি।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ করছেন অমিতাভ বচ্চন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতেমা সানা শেখ। এছাড়া ‘১০২ নট আউট’ নামে একটি ছবির কাজও রয়েছে তার হাতে। এতে তার ছেলের ভূমিকায় দেখা যাবে ‍ঋষি কাপুরকে।    

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।