ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

চিকুনগুনিয়ায় ভুগছেন শাবনূর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, অক্টোবর ১৪, ২০১৭
চিকুনগুনিয়ায় ভুগছেন শাবনূর শাবনূর, ছবি-বাংলানিউজ

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর অসুস্থ। এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বরে ভুগছেন তিনি। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন আলোচিত এই অভিনেত্রী। 

পারিবারিক সূত্র জানায়, এক সপ্তাহ আগে জ্বরে আক্রান্ত হন শাবনূর। জ্বর কমলেও ব্যথা কমছে না।

চিকিৎসকের পরামর্শে এখন বিশ্রাম নিচ্ছেন তিনি।  

এদিকে আগামী নভেম্বর থেকে শাবনূর শুটিং শুরু করবেন 'এতো প্রেম এত মায়া' ছবির। ছবিটির জন্য একটি গানে কণ্ঠও দিয়েছেন এই নায়িকা। এতে শাবনূরের বিপরীতে দেখা যাবে ফেরদৌসকে।  

অন্যদিকে ছবিটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, ‘আমি শুনেছি শাবনূর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। আশা করি তিনি অচিরেই সুস্থ হয়ে শুটিংয়ে যোগ দেবেন। ’ 

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।