ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

হিলারির কাছে ক্ষমা চাইলেন বেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৯, অক্টোবর ১৩, ২০১৭
হিলারির কাছে ক্ষমা চাইলেন বেন বেন অ্যাফ্লেক ও হিলারি বার্টন (ছবি: সংগৃহীত)

সম্প্রতি হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির তথ্য ফাঁস করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। যেখানে বলা হচ্ছে, গত তিন দশকে অন্তত আটজন নারীকে যৌন হয়রানি করেছেন তিনি।

এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও তুলেছেন তিনজন অভিনেত্রী। এর মধ্যে রয়েছেন ইতালিয়ান অভিনেত্রী আসিয়া আর্জেন্তো, মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও গিনেথ প্যালট্রো।

হার্ভে উইনস্টেইনের কীর্তিকলাপ নিয়ে শোরগোলের মধ্যেই এবার শিরোনামে এসেছে মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেকের নাম। অতীতে মার্কিন অভিনেত্রী হিলারি বার্টনের সঙ্গে অশালীন আচরণের জন্য সমাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষমা চেয়েছেন তিনি।

৪৫ বছর বয়সী এই অভিনেতা টুইটারে লিখেছেন, ‘ভুলিনি। মিস বার্টনের সঙ্গে অশালীন আচরণ করেছি। এজন্য তার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ’

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।