ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

পরীর জন্য চাটনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, জুন ১০, ২০১৭
পরীর জন্য চাটনি ছবি: সংগৃহীত

‘চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে আমার ভালো লাগে। প্রোডাক্ট ও স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় আবার বিজ্ঞাপনে কাজ করেছি। আশা করি, দর্শকদের কাছেও এটি ভালো লাগবে’— কথাগুলো বলেছেন  জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

সম্প্রতি প্রাণ চাটনির বিজ্ঞাপনে মডেল হয়েছেন পরী। নাফিজ রেজার পরিচালনায় এরই মধ্যে এর ‍দৃশ্যধারণ শেষ হয়েছে।

জুলাই থেকে বিভিন্ন টিভি চ্যানেলে এটি প্রচার শুরু হবে।

নির্মাতা জানান, বিজ্ঞাপনটি নির্মাণের জন্য সিলেটের জনপ্রিয় সব লোকেশন বেছে নেওয়া হয়। সম্প্রতি রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও জৈন্তাপুরে এর শুটিং হয়েছে। ৪০ সেকেন্ডের বিজ্ঞাপনটি  বানানো হয়েছে প্রাণ প্রোডাকশন হাউসের ব্যানারে।  

প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল মনে করেন পরীর এই বিজ্ঞাপণের মাধ্যমে প্রাণ চাটনির প্রচারণায় ভিন্নমাত্রা যুক্ত হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।