ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

যুগের সঙ্গে কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০১, জুন ৪, ২০১৭
যুগের সঙ্গে কুমার বিশ্বজিৎ কুমার বিশ্বজিৎ, ছবি: সংগৃহীত

কুমার বিশ্বজিতকে বলা হয় চিরসবুজ গায়ক। প্রকৃতপক্ষে তিনি তেমনই। ক্যাসেটের যুগে যাত্রা শুরু করলেও এখনও তিনি স্বকীয়তা ধরে রেখেছেন। যুগের সঙ্গে তাল মিলিয়েছেন ঠিকই কিন্তু গা ভাসাননি। ক্যাসেট, সিডির যুগ পেরিয়ে কুমার বিশ্বজিৎ এবার ডিজিটাল আকারে প্রকাশ করছেন নিজের নতুন একক। এর নাম ‘তিলোত্তমা’।

ঈদে নতুন তিনটি গান নিয়ে শ্রোতাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিৎ। প্রথমবারের মতো ইপি নিয়ে আসছেন তিনি।

‘তিলোত্তমা’য় গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী ও  আহমেদ রিজভী। থাকছে কালা শাহের একটি লোক গান।  

‘তুমি থাকো তারার দেশে মুগ্ধ সারা মাস’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ নিজেই। আর ‘কতো ফাগুন এনে দিলে তোমার হৃদয় গলবে’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন কিশোর। কালা শাহের ‘আমার মুর্শিদ পরশমনি গো’ গানটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যাণ্ড ফ্রেণ্ডস।

বাংলানিউজের সঙ্গে আলাপে কুমার বিশ্বজিৎ জানান, তিনটি গানেরই রেকর্ডিং শেষ হয়েছে। কিন্তু নাম পছন্দ করতে পারছিলেন না। অবশেষে রোববার (৪ জুন) ‘তিলোত্তমা’ নামটি চূড়ান্ত করেছেন।  অ্যালবামটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল।  

প্রতিষ্ঠানটি জানায়, ডিজিটাল ফরম্যাটে ‘তিলোত্তমা’ শ্রোতাদের হাতে তুলে দেওয়া হবে। ঈদে শ্রোতারা অডিও শুনতে পেলেও ঈদুল আযহার আগেই আসবে ভিডিও।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।