ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

সরাসরি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৬, মে ৩১, ২০১৭
সরাসরি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ছবি: সংগৃহীত


ইংল্যান্ডে ১ জুন থেকে শুরু হচ্ছে ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭’। এর বাড়তি আকর্ষণ বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ।

বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বৃহত্তম এই প্রতিযোগিতার অষ্টম আসর অনুষ্ঠিত হচ্ছে এবার। টুর্নামেন্টের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

পাশাপাশি খেলা শুরুর আগে ও খেলার মধ্য বিরতিতে থাকবে লাইভ স্পোর্টস শো ‘পাওয়ার প্লে’।  

ঈশিকা খানের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন খ্যাতিমান ক্রিকেটার ও বিশ্লেষকরা। বরাবরের মতো বিশ্ব ক্রিকেটের শীর্ষ আটটি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। শীর্ষ আট দলের তালিকায় এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশ, বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।  

১ জুন ওভালে উদ্বোধনী ম্যাচে খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। ১৮ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে আকর্ষণীয় এই টুর্নামেন্টের।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।