ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

ছয়শো’ অভিনেতাকে সেনা প্রশিক্ষণ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, মে ৩০, ২০১৭
ছয়শো’ অভিনেতাকে সেনা প্রশিক্ষণ! ‘টিউবলাইট’ ছবির দৃশ্য

আমির খানের ‘দঙ্গল’ ও প্রভাসের ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’-এর পর দর্শকদের নজর এবার সালমান খান অভিনীত ‘টিউবলাইট’-এর দিকে। আর সেই কারণেই হয়তো ছবিকে ‘পারফেক্ট’ করে তুলতে কোনও কমতি রাখছেন না পরিচালক কবির খান। এ কারণেই অভিনেতাদের প্রশিক্ষণের জন্য ভারতীয় সেনাদের সাহায্য নিয়েছেন তিনি!

১৯৬২ সালের ইন্দো-সিনো যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ‘টিউবলাইট’। ইতিমধ্যেই ছবির ট্রেলারটি ব্যাপক সাড়া ফেলেছে।

চমকপ্রদ ব্যাপার হলো- ছবির কয়েকটি যুদ্ধের দৃশ্যের জন্য ৬০০ জন অভিনেতাকে সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর ভারতীয় সেনারাই সেই দায়িত্ব নিয়েছিলেন। এমনকি এসব চরিত্রে অভিনেতা বেছে নেওয়ার জন্য বুট ক্যাম্পও তৈরি করা হয়েছিলো। অভিনেতাদের চাল-চলন, হাবভাবে যাতে সম্পূর্ণ সেনাদের ছাপ থাকে, সে বিষয়ে জোর দিয়েছিলেন নির্মাতা। এ প্রসঙ্গে পার্শ্ব-চরিত্রের অভিনেতারা জানান, সেনা সদস্যদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তারা। তাদের প্রশিক্ষণের জন্যই অনস্ক্রিনে অভিনয় করাটা অনেক সহজ হয়ে গিয়েছিলো।

সালমান খান ও তার ভাই সোহেল খান ভারতীয় সেনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন কি-না সেটি জানা যায়নি। এদিকে সল্লুর বাড়ির আশপাশে বসবাসকারী শিশুদের এনে একটি গান রেকর্ড করা হয়েছে। তবে এতে কোনো প্রশিক্ষণ লাগেনি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ৩০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।