ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

ভেঙে গেলো লিওনার্দো-নিনার প্রেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, মে ২০, ২০১৭
ভেঙে গেলো লিওনার্দো-নিনার প্রেম লিওনার্দো ডিক্যাপ্রিও ও নিনা আগডাল (ছবি: সংগৃহীত)

পাট চুকে গেলো হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও ড্যানিশ মডেল নিনা আগডালের প্রেমের সম্পর্কের।

সম্প্রতি ‘টাইটানিক’খ্যাত এই তারকার একটি ঘনিষ্ঠসূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আলাদা হয়ে গেছেন লিও ও নিনা। এখন শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে।

গত বছরের গ্রীষ্ম মৌসুম থেকে মন দেওয়া-নেওয়া শুরু হয় লিওনার্দো ও নিনার। এরপর জনসম্মুখে বেশ কয়েকবার হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে তাদের। সবশেষ গত এপ্রিলে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

লিওনার্দোর আগে ম্যাক্স জর্জ নামে একজনের সঙ্গে প্রেম ছিলো নিনার। এছাড়া এমা বানটন, গিসেল বান্ডচেন ও বার রেফেলির মতো তারকাদের সঙ্গে প্রেম করেছিলেন লিওনার্দো।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।