ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

ছেলের মা হলেন লিসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৭, মে ২০, ২০১৭
ছেলের মা হলেন লিসা ছবি: সংগৃহীত

ছেলের মা হয়েছেন বলিউড অভিনেত্রী লিসা হেডন। গত বুধবার (১৭ মে) প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন লিসা-ডিনো লালভানি দম্পতি। নবজাতকের নাম রাখা হয়েছে জ্যাক লালভানি।

শুক্রবার (১৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করে ছেলের আগমনের কথা নিশ্চিত করেছেন লিসা। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ’১৭ মে ২০১৭’তে জন্মগ্রহণ করলো জ্যাক লালভানি।

লিসা হেডনগত বছরের অক্টোবরে দীর্ঘদিনের প্রেমিক ডিনো লালভানির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ‘হাউসফুল’খ্যাত এই অভিনেত্রী। এরপর এ বছরের শুরুতে একটি ফটোশুটের মাধ্যমে মা হওয়ার খবর নিশ্চিত করেন লিসা।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মে ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।