ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

আরও একটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৭, মে ১৯, ২০১৭
আরও একটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন রুনা লায়লা রুনা লায়লা, ছবি: সংগৃহীত

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি গায়িকা রুনা লায়লা দেশি-বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় আরও একটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন তিনি। এরই মধ্যে আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে রুনার হাতে। এতে উচ্ছ্বসিত এই তারকা শিল্পী। 

বাংলাদেশ, উপমহাদেশ ও বিশ্ব সংগীতে অবদান, সাংস্কৃতিক কার্যত্রম তথা বাংলাদেশের নারী উন্নয়নে সৃজনশীল ভূমিকা রাখার জন্য রুনা লায়লাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। ২৫ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে অনুষ্ঠিত হবে ‘ইন্সপায়ারিং ওম্যান ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইন দ্য গ্লোবাল ইকোসিস্টেম’ অনুষ্ঠান।

এখানেই রুনা লায়লাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।  

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রুনা লায়লা নিজেই এই খবর দিয়েছেন। প্রিয় শিল্পীর এমন প্রাপ্তিতে ভক্তরাও আনন্দিত। মন্তব্যের ঘরে মিলছে সেই প্রমাণ।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।