তবে চমকপ্রদ ব্যাপার হলো- প্রথম ছবি মুক্তি পেতে না পেতেই আরও একটি হলিউড ছবির প্রস্তাব পেলেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। ‘অ্যা কিড লাইক জেক’ নামে একটি ছবিতে অভিনয় করবেন পিসি।
বিষয়টি নিশ্চিত করে হলিউড প্রযোজক পল বের্নন টুইটারে জানান, একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। যাতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া একটি ওয়েবসাইটের লিংকও প্রকাশ করেছেন। যেখানে ছবিটির সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।
প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন জিম পারসন্স, ক্লেরে ডান্স, অক্টাভিয়া স্পেনসার, অ্যান দউদ এবং মিশেলা ওয়াটকিন্সকে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বিএসকে