ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

প্রেমিককে বিয়ে করলেন মিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, মে ১২, ২০১৭
প্রেমিককে বিয়ে করলেন মিলা নবদম্পতি পারভেজ সানজারি ও মিলা (ছবি: সংগৃহীত)

১০ বছরের প্রেমের সম্পর্কের ইতি টানলেন আলোচিত গায়িকা মিলা। প্রেমিকের সঙ্গে মালা বদল করলেন তিনি। শুক্রবার (১২ মে) রাতে অনেকটা চুপিসারেই পারিবারিকভাবে হয়ে গেলো মিলার আকদ অনুষ্ঠান।

‘যাত্রাবালা’ খ্যাত গায়িকা মিলার প্রেমিক-বরের নাম পারভেজ সানজারি। তিনি পেশায় বৈমানিক।

পারভেজ কর্মরত আছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সে। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিল্পীর ঘনিষ্ট সূত্রে জানা যায়, আকদের আনুষ্ঠানিকতা হয়েছে মিরপুর ডিওএইচএসে মিলার বাসায়। এখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিছুদিন পর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন জনপ্রিয় এই গায়িকা।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।