ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

চুরি যাওয়া জীবনের গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৩, মে ১২, ২০১৭
চুরি যাওয়া জীবনের গল্প ‘জীবনচুরি’ নাটকের দৃশ্য

নির্জন বাংলোতে এভাবে দেখা হয়ে যাওয়ার কথা ছিলো না। সেপারেশনে আছে ওরা, প্রায় ছয় মাস। নাতাশা একটু রাগী। হাতে থাকা কফির মগটা ছুঁড়ে ফেলে বের হয়ে যেতে উদ্ধত হয়, এই সকালেই।

কেয়ারটেকারসহ অন্যরা বোঝায় যে, রাস্তাঘাট বন্ধ, আজ না গেলেই মঙ্গল। নাতাশা উপায়ান্তর না দেখে থেকে যায়।

ওদিকে রুদ্রর জন্যও একই বাস্তবতা।

প্রায় ভেঙে যাওয়া একটি সম্পর্ক জোড়া লাগবে কি? আবার এক ছাদের তলে ফিরবে নাতাশা ও রুদ্রু এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘জীবনচুরি’।

মাহমুদ দিদারের চিত্রনাট্যে এটি তৈরি করেছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন এফ এস নাইম, নাজিয়া হক অর্ষা, ফখরুল বাশের মাসুম, একে আজাদ সেতু, ইখতারুল ইসলাম প্রমুখ।

নির্মাতা জানান, ক্রসকাট মিডিয়া প্রডাকশনসের নাটকটি ১২ মে রাত ৯টা ৫ মিনিটের প্রচার হবে এনটিভিতে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।