ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

বঙ্গবন্ধুর ভূমিকায় শুভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৭, মে ১১, ২০১৭
বঙ্গবন্ধুর ভূমিকায় শুভ বঙ্গবন্ধুর লুক-এ আরিফিন শুভ

‘আমি সম্মানিত আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে রূপদান করতে পেরে, জয়বাংলা’— এমন উচ্ছ্বাসের কথা ফেসবুকে সবার সঙ্গে ভাগাভাগি করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

এবার ভিনদেশিদের সামনে বঙ্গবন্ধু হিসেবে মূর্ত হবেন জনপ্রিয় এই অভিনেতা। শেখ মুজিবুর রহমানের ভুমিকায় অভিনয় করবেন শুভ।

রুপালি পর্দায় নয়, একটি মঞ্চ পরিবেশনায়  জাতির পিতার চরিত্রে রূপ দেবেন এই নায়ক।  

খোঁজ নিয়ে জানা যায়, অস্ট্রেলিয়ার সিডনিতে বঙ্গবন্ধু কাউন্সিলের আয়োজনে স্থানীয় এএনজেড স্টেডিয়ামে ‘আই অ্যাম দাই ফাদার’ শিরোনামের নাটকটির মঞ্চায়ন হবে।  আগামী ১৩ মে রাত ৮টায় এই আয়োজনের মধ্যমনি শুভ। এদিকে বঙ্গবন্ধুর চরিত্রে তার ‘লুক’-এর স্থিরচিত্রও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি।

পথ প্রোডাকশনের পরিচালনায় নাটকটিতে শুভর সঙ্গে অভিনয় করবেন অস্ট্রেলিয়ায় বসবাসরত স্থানীয় বাঙালিরা। বৈশাখী আয়োজনের অংশ হিসেবে মঞ্চায়ন হবে ‘আই অ্যাম দাই ফাদার’।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ১১, ১৯১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।