ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

তথাপি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, মে ১১, ২০১৭
তথাপি! মাহি, ছবি: সংগৃহীত

সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডান হাতের দুই আঙুলে ভীষণ চোট পেয়েছিলেন। বিশ্রাম বা চিকিৎসা নেওয়া হয়নি, জনপ্রিয় চিত্রনায়িকা মাহি ছুটে গেছেন কক্সবাজারে, শুটিংয়ে।  

বৃহস্পতিবার (১১ মে) বাংলানিউজের সঙ্গে আলাপে মাহি বললেন, ‘সামান্য আহত হয়েছি। সেভাবে চিকিৎসাও করাতে পারিনি।

ব্যান্ডেজ করালে শুটিংয়ে অংশ নিতে পারবো না, তাই সেটাও করিনি। কোনোভাবে হাতটা কাঁধে ঝুলিয়ে শুটিং করছি। ’

চলচ্চিত্রের ব্যস্ত এই এই নায়িকা দুই মাস ধরেই ‘জান্নাত’ ছবির কাজ করছেন। এরই গানের চিত্রায়ণে নায়ক সাইমনকে নিয়ে তিনি এখন কক্সবাজারে।  

স্বামী অপুর সেলফিতে মাহি, সঙ্গে সহশিল্পী সাইমন

মাহি আরও জানান, চারদিন থাকতে হবে ওখানে। আহত স্ত্রীর পাশে থাকার জন্য অপুও গেছেন সেখানে। মাহি বলেন, “আমার কাছে কাজটা আগে। সামান্য আঙুলে ব্যথার কারণে সিডিউল নষ্ট করতে চাইনি। আমি মনে প্রাণে চাইছি, ‘জান্নাত’ একটি সুন্দর ছবি হোক। ’

ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। ঢাকা, মানিকগঞ্জের পর এবার কক্সবাজারে কাজ হচ্ছে। আরফিন রুমি ও পড়শির গাওয়া গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন সাইমন-মাহি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।