ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

কঙ্গনার অন্দরমহল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, মে ৯, ২০১৭
কঙ্গনার অন্দরমহল কঙ্গনার বাড়ির অন্দরমহল (ছবি: সংগৃহীত)

বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে সাদামাটা একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। এরপর ‘ফ্যাশন’ ছবিতে অভিনয়ের পর সফলতা এসে ধরা দেয় তার কাছে। পরে সান্তা ক্রুজ হাইরাইজে একটি অ্যাপার্টমেন্ট কেনেন ‘কুইন’খ্যাত এই তারকা।

কঙ্গনার বাড়ির অন্দরমহল (ছবি: সংগৃহীত)সে বাড়ি বদলে ২০১৩ সালে মুম্বাইয়ের খেরে নতুন আরও একটি অ্যাপার্টমেন্ট কেনেন তিনি। সম্প্রতি নতুন করে বাড়িটির অন্দরসজ্জা করিয়েছেন।

তবে, অন্য তারকাদের মতো রাজকীয়ভাবে নয়, খুব সুন্দর ও ছিমছাম আঙ্গিকে সাজিয়েছেন সব।

কঙ্গনার বাড়ির অন্দরমহল (ছবি: সংগৃহীত)কঙ্গনার বাড়ির অন্দরসজ্জা করেছেন রিচা ভাল। তিনি ‘কুইন’ ছবির পরিচালক বিকাশ ভালের স্ত্রী।  
কঙ্গনার বাড়ির অন্দরমহল (ছবি: সংগৃহীত)

কঙ্গনার বাড়ির অন্দরমহল (ছবি: সংগৃহীত)

কঙ্গনার বাড়ির অন্দরমহল (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।