ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

চোখের জলে কি বার্তা দিলেন তিনি? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, মে ৮, ২০১৭
চোখের জলে কি বার্তা দিলেন তিনি? (ভিডিও) দিলারা জামান

মমতাময়ী গর্ভধারিনীর রূপ তিনি বরাবরই সুন্দরভাবে ফুটিয়ে তোলেন পর্দায়। এবারও ব্যতিক্রম ঘটেনি। অভিনেত্রী দিলারা জামানের অশ্রু এবার ভাবাবে দর্শককে। সবার জন্য দারুণ এক বার্তা দিলেন তিনি।

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান ‘মনপুরা’র মতো সাড়া জাগানো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এবার তাকে পাওয়া গেলো আরেকটি ছবিতে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘প্রযত্নে’। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন দিলারা জামান। ছবিটিতে আর কোনো চরিত্র নেই।  

‘কিছু শব্দের গল্প, কিছু নৈঃশব্দ্যের’- এমন ট্যাগলাইন দিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’। বিশ্ব মা দিবস সামনে রেখে এটি উন্মোচন করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। প্রায় ১০ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি প্রকাশ উপলক্ষে ৮ মে বিকেলে ফেসবুক লাইভে এসেছিলেন দিলারা জামান। তার সঙ্গে ছিলেন এর নির্মাতা সাদাত হোসাইন ও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।  

* উপভোগ করুন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘প্রযত্নে’: 

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।