ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

নেত্রী পপি কহেন…

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, মে ৭, ২০১৭
নেত্রী পপি কহেন… চিত্রনায়িকা পপি

‘এর আগেও অনেকবার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার মতো ইচ্ছে জাগেনি। এবার কেন যেন মনে হচ্ছিলো, নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। হয়েছেও তাই। আমিও পাশ করেছি। এ কারণে সবার কাছে কৃতজ্ঞ’- কথাগুলো বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি।

রোববার (৭ মে) বাংলানিউজের সঙ্গে আলাপে পপি জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে যোগ্যরাই জয়ী হয়েছেন। তিনি নিয়মিত অভিনয় না করলেও কার্যকরী সদস্য পদে জয় পেয়ে বুঝেছেন যে, শিল্পীরা তাকে ভুলে যায়নি।

এ কারণে শিল্পীদের স্বার্থে পপি আরও সক্রিয় হবেন চলচ্চিত্রে, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন।

পপি আরও বলেন, ‘বিদেশি নয়, দেশি ছবির স্বার্থে কাজ করবো আমরা। অচিরেই এসব ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। সরকারি পর্যায়ে দেশীয় ছবির অবস্থা তুলে ধরবো। সবার পরামর্শে নিজেদের স্বার্থ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি, এটি বেশ গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।