ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

প্রশংসায় পঞ্চমুখ তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, মে ৬, ২০১৭
প্রশংসায় পঞ্চমুখ তারা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘রাবতা’ ছবির শিরোনাম গান। যেখানে বেশ আবেদনময়ী রূপে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

কিন্তু সে একই দিনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করেন ক্যাটরিনা কাইফ। এ নিয়ে ক্যাটের ওপর কিছুটা নাখোশ ছিলেন দীপিকা।

কেননা তার ইনস্টাগ্রামে অভিষেক আলোচনায় ঢাকা পড়েছে দীপিকার গান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রাবতা’ গানে দীপিকার লুকের প্রশংসা করেন ক্যাটরিনা। এছাড়া গানটিও তার ভালো লেগেছে বলে জানান তিনি।

ক্যাটরিনার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীপিকা জানান, ‘আমি মনে করি, প্রশংসা পাওয়াটা সবসময়ই আনন্দের। আর বিশেষ করে তা যদি সমসাময়িক অভিনয়শিল্পীদের কাছ থেকে আসে। এজন্য তাকে ধন্যবাদ। তার কাজের জন্য সবসময়ই তার প্রশংসা করি। আমি জানি তার পথচলা সহজ নয়, এজন্য তাকে শ্রদ্ধাও করি। ’

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।