ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

অনাবৃত আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৭, মে ৬, ২০১৭
অনাবৃত আলিয়া আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)

‘সাহসী’ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নতুন ফটোশুটের একটি স্থিরচিত্র দেখে এমনটাই মন্তব্য করছে তার ভক্ত ও অনুসারী।

সম্প্রতি জনপ্রিয় আলোকচিত্রী ডাব্বু রত্নানির ক্যামেরার সামনে অনাবৃত হয়ে পোজ দিয়েছেন মহেশকন্যা। এসময় তার সঙ্গে ছিলো তার পোষা বিড়াল অ্যাডওয়ার্ড।

সেই ফটোশুটের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ডাব্বু। যেখানে দেখা যাচ্ছে, অ্যাডওয়ার্ডকে জড়িয়ে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই তারকা। গায়ে কোনও পোশাক নেই। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লভ দ্য ক্যাটিটিউড’।

বিড়ালের প্রতি আলিয়ার ভালোবাসার কথা জানেন বলিউড মহলের অনেকেই। তাই নিজেই ২৪তম জন্মদিনে অ্যাডওয়ার্ডকে নিজেকে উপহার দিয়েছেন আলিয়া।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।