ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

মে দিবসে চিৎকার ব্যান্ডের ‘হাতে হাত’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, মে ১, ২০১৭
মে দিবসে চিৎকার ব্যান্ডের ‘হাতে হাত’ (ভিডিও) ‘চিৎকার’ ব্যান্ডদল

মহান মে দিবসে নিজেদের একটি  মিউজিক ভিডিও প্রকাশ করলো ব্যান্ডদল ‘চিৎকার’।

২০১৫ সালে জি সিরিজি থেকে প্রকাশিত প্রথম অ্যালবামের গান ‘হাতে হাত’ গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে মে দিবসের প্রথম প্রহরে। গানের কথায় ফুটে উঠেছে শ্রমিক শ্রেণি তথা সাধারণ জনসাধারণের জীবনে শাসক শ্রেণির নিপীড়নের চিত্র।

 

ব্যান্ডদলের ভোকাল পদ্ম বলেন, 'মানুষের আশা আকাঙ্ক্ষা নিউজের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে, সবাই নিউজ হয়ে যাচ্ছে। এই গানটার লিরিকে এই সময়ের অসংগতিগুলো স্পষ্ট হয়ে উঠেছে। '

'হাতে হাত' মিউজিক ভিডিওর দৃশ্য'বাঙালি না বাংলাদেশী/এসব ভেবে পাঁকে চুল/রাজা রানির দেশটা এখন/মানুষগুলো ভেড়ার কুল'- এমন কথায় সম্প্রতি রাজধানীর নিকেতনে গানটির ব্যতিক্রমী চিত্রায়ণ হয়। এতে মডেল হয়েছেন আনিকা, নেহাল ও নিধি।

ব্যান্ডদল চিৎকার জানায়, শিগগিরই তাদের নতুন আরেকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে। গানটির চিত্রধারণ চলছে টেকনাফ থেকে তেতুলিয়ার বিভিন্ন লোকেশনে। রেডিও টেলিভিশনে পারফর্ম ছাড়াও দলটি তাদের দ্বিতীয় অ্যালবামের প্রস্তুতি নিচ্ছে।

'হাতে হাত' মিউজিক ভিডিও:

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।